26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

নেতানিয়াহু কানাডায় এলে গ্রেপ্তার হবেন: প্রধানমন্ত্রী মার্ক কার্নি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কানাডায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মার্ক কার্নি বলেন, “হ্যাঁ, নেতানিয়াহু কানাডায় এলে আমরা আদালতের রায় অনুসরণ করব।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
কার্নি বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তার সরকারের অগ্রাধিকারগুলোর একটি। “ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তার পরিবেশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে—এটাই আমাদের অবস্থান,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে কানাডা ‘দুই রাষ্ট্র সমাধান’-এর পক্ষে অবস্থান নিয়ে আসছে। কিন্তু বর্তমান ইসরায়েলি সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রীকে নেতানিয়াহুর রাজনৈতিক উপদেষ্টা ওফির ফাল্ক সমালোচনা করে বলেন, “বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোই কানাডার দায়িত্ব হওয়া উচিত।”
গাজায় চলমান হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এসব ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
কানাডার আগে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...