- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
অনুসন্ধানী প্রতিবেদক:
বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম গণপূর্ত অধিদপ্তরে (Public Works Department) অভিযান শুরু করে। প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও অনুমান ফাঁসের অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতেই দুদকের বিশেষ দল অভিযান পরিচালনা করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন দুদকের এই তৎপরতার পেছনে গুরুত্বপুর্ণ কিছু কারন রয়েছে। একটি সূত্র জানায় এই অভিযান ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে দুর্নীতির দায়ে অভিযুক্ত চুয়েট ছাত্রলীগের পোস্টেড প্রাক্তন নেতা বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদের নাম। তার বিরুদ্ধে আছে নানান দুর্নীতি, অবৈধ নিয়োগ, সাংবাদিকদের হুমকী প্রদান , টেন্ডার পার্সেন্টেজ নেয়া সহ , বেনামী লাইসেন্সে কাজ ভাগিয়ে নেয়ার মত গুরতর অনিয়মের অভিযোগ। বিভাগটির অভ্যন্তরীণ সূত্র জানায়, অতীতে এই ধূর্ত শ্রেণীর কর্মকর্তা কায়কোবাদ নানা অসাধু সিন্ডিকেট এবং দুর্নীতিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে পদোন্নতির জন্য তৎপরতা চালাচ্ছেন।
