27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

গণপূর্তে দুদকের হানা ; তটস্থ দুর্নীতিবাজ কর্মকর্তারা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিজস্ব প্রতিবেদক :
গণপুর্ত অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম গণপূর্ত অধিদপ্তরে (Public Works Department) অভিযান শুরু করে। প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও অনুমান ফাঁসের অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতেই দুদকের বিশেষ দল অভিযান পরিচালনা করছে।
গণপূর্ত সংশ্লিষ্ট সুত্রে জানা যাচ্ছে, দুদক এই অভিযানকে রুটিন কার্যক্রম বললেও এর পেছন ভিন্ন কারন লুকিয়ে আছে । একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনটি প্রকল্পে অনিয়মের তথ্য পেয়ে তাৎক্ষণিক যাচাইয়ে জন্য কাগজপত্র সংগ্রহ করেছে দুদকের একটি দল। বিশেষ করে দরপত্র আহ্বানের আগেই গণপূর্ত কর্মকর্তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগের বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি বছরের ১২ অক্টোবর পূর্ত মন্ত্রণালয় একটি আদেশ জারি করা হয়। সেখানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এনডিই’র চলমান সকল কাজের বিল পরিশোধ বন্ধ রাখতে বলা হয়। সেই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এজন্য তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরে বাস্তবায়নাধীন যে সকল প্রকল্পের নির্মাণ কাজ এনডিই’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সে সকল কাজের বিপরীতে অর্থ পাচ্ছে না।
এদিকে, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিসিএস গণপূর্ত ক্যাডারের (১৫তম ব্যাচ) চার প্রভাবশালী অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলী চেয়ার পেতে প্রতিযোগীতায় নেমেছেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতেই দুদকের বিশেষ দল অভিযান পরিচালনা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

তৃতীয় সন্তানের বাবা হলেন রুমি

খবরের দেশ ডেস্ক : জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমি তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা...