বাংলাদেশের সংগীত জগতের জনপ্রিয় তারকা ও নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস হঠাৎ করেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় প্রকাশ্যে এনেছেন। বহু বছর গোপন থাকা বিয়ের খবর এবং নবজাতক পুত্রসন্তানের আগমন জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ভক্তদের মাঝে।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন সমকালকে জানান, জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তিনি প্রবাসী বাংলাদেশি পরিবারে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়।
রবিন আরও জানান, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে এক সংগীত সফরের সময় জেমসের সঙ্গে নামিয়ার পরিচয় হয়। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা ও সম্পর্কের সূচনা। পরে বাংলাদেশে এসে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
চলতি বছরের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির পুত্রসন্তান জিবরান আনাম জন্ম নেয়।
নিজের নতুন জীবন নিয়ে জেমস বলেন,
“আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। দোয়া চাই সবার কাছে, যেন সুস্থ থাকি এবং সঙ্গীতের পথেই থাকতে পারি।”
এর আগে অভিনেত্রী রথি ও প্রবাসী বেনজীর সাজ্জাদকে বিয়ে করেছিলেন জেমস। প্রথম স্ত্রী রথির সঙ্গে তার দুই সন্তান — পুত্র দানিশ ও কন্যা জান্নাত। দ্বিতীয় সংসারে কন্যা সন্তান জাহান যুক্তরাষ্ট্রের ডালাসে মায়ের সঙ্গে থাকছে।
জেমস বর্তমানে তার স্ত্রী নামিয়া ও নবজাতক পুত্রকে নিয়ে ঢাকার বনানীতে বসবাস করছেন।