27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

তৃতীয় সন্তানের বাবা হলেন রুমি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমি তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান।
আজ বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে স্ত্রী কামরুন নেসার কোলজুড়ে আসে নতুন অতিথি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন রুমি নিজেই।
রুমি বলেন,

“আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। আমার ছোট্ট কিয়ানের জন্য সবার কাছে দোয়া চাই।”

গায়কের পরিবার ও ভক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার বন্যা বইছে।
আরফিন রুমি ও কামরুন নেসা দম্পতির এর আগেও একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে রুমি প্রথম স্ত্রী লামিয়া ইসলাম–এর সঙ্গে বিবাহিত জীবনে ছিলেন, সেই সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে।
তৃতীয় সন্তানের আগমনে রুমি পরিবারে আনন্দের জোয়ার বইছে।
এদিকে, সংগীতের কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন রুমি। সম্প্রতি এফডিসিতে শুটিং করেছেন নতুন গান ‘প্রেমের রেডিও–এর ভিডিওচিত্রের। গানটি লিখেছেন সাগর, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরহাদ। সিডি চয়েজের ব্যানারে প্রকাশের অপেক্ষায় রয়েছে গানটি, যেখানে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বর্ণা।
- Advertisement -spot_img
সর্বশেষ

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া

খবরের দেশ ডেস্ক : বাংলাদেশের সংগীত জগতের জনপ্রিয় তারকা ও নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস হঠাৎ করেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায়...