- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে নাটোরে এক রাজমিস্ত্রির বাড়িতে ছুটে এসেছেন মার্কিন নাগরিক তেরি পারসন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন বর্তমানে নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালশা গ্রামের রাজমিস্ত্রি সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তেরি। সেখান থেকে পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক সেতু মোল্লা তাকে নিয়ে আসেন নিজের বাড়িতে।
প্রায় ২৫ দিন আগে সেতু মোল্লার একটি ফেসবুক ভিডিওতে লাইক দেওয়া থেকেই শুরু হয় তাদের কথোপকথন। ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্র ধরেই তেরি পারসন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
১৫ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে আসা তেরি পারসন সঙ্গে এনেছেন দুই ভরি স্বর্ণের চেইন, শিশুদের জন্য খেলনা ও নানা উপহার। গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে ইতিমধ্যে তার গভীর সখ্যতা তৈরি হয়েছে।
তিনি বলেন,
“বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানকার মানুষ যেমন অতিথিপরায়ণ, তেমনি আন্তরিক। আমেরিকায় জীবন ব্যয়বহুল ও একাকী, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে—আর সেটাই অসাধারণ।”
তেরি জানান, তিনি আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন। গ্রামীণ জীবনধারা ও মানুষের সরল জীবনযাপন কাছ থেকে উপভোগ করতে চান।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন,
“এই ঘটনাটি দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনের এক সুন্দর উদাহরণ। অনলাইনের সম্পর্ক কীভাবে আন্তরিক বন্ধুত্বে পরিণত হতে পারে, সেটার বাস্তব প্রমাণ এটি।”