- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
মেহবিশ হায়াত ২০১৫ সালে ‘জাওয়ানি ফির নয়ি আনি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘অ্যাক্টর ইন ল’ (২০১৬) এবং ‘লোড ওয়েডিং’ (২০১৮)—দুটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
এই সাফল্যের সুবাদে তিনি পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন হিসেবে পরিচিতি পান। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে বেশ কয়েকটি দেশটির সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় রয়েছে
২০১৯ সালে পাকিস্তানি সরকার তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ‘তমঘা-ই-ইমতিয়াজ’ প্রদান করলে শুরু হয় নতুন বিতর্ক। বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, এই সম্মান তিনি পেয়েছেন দাউদ ইব্রাহিমের প্রভাবে। এমনকি গুজব ছড়ায়, দাউদ নাকি তাঁর পারফরম্যান্স দেখে পাকিস্তানি সিনেমায় তাঁকে বড় সুযোগ পেতে সহায়তা করেছিলেন।
মেহবিশের ক্যারিয়ারে আরেকটি আলোচিত পর্ব ছিল বলিউডে তাঁর সম্ভাব্য অভিষেক। শোনা গিয়েছিল, তিনি অভিনয় করবেন ‘ফ্যানি খান’ সিনেমায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁর পরিবর্তে নেয়া হয় ঐশ্বরিয়া রাইকে।
প্রাথমিকভাবে অনেক গুজব ছড়ালেও পরে জানা যায়, ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের নিষেধাজ্ঞা থাকায় মেহবিশকে বাদ দেওয়া হয়েছিল।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির প্রতিও আগ্রহ দেখিয়েছেন মেহবিশ। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“যদি একজন ক্রিকেটার ইমরান খান প্রধানমন্ত্রী হতে পারেন, তবে একজন অভিনেত্রী কেন নয়?”