29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

১৮ বছর পর  রাওয়ালপিন্ডিতে প্রোটিয়াদের ঐতিহাসিক জয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটাল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে তারা।
চতুর্থ দিনের শুরুতেই বাবর আজমের ফিফটি (৫১) কিছুটা আশা জাগালেও, এরপরই শুরু হয় পাকিস্তানের পতনের ধস। স্পিনার সিমন হার্মারের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। হার্মার একাই তুলে নেন ৬ উইকেট, কেশভ মহারাজ নেন আরও ২টি।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৩৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা এক সময় ৭ উইকেটে ২১০ রানে বিপর্যয়ে পড়লেও, নবম উইকেটে সেনুরান মুথুশামি ও কেশভ মহারাজের ৭১ রানের জুটি এবং শেষ উইকেটে মুথুশামি (৮৯*) ও রাবাদার (৭১) অবিশ্বাস্য ৯৮ রানের জুটিতে গড়পড়তা ইনিংসটি রূপ নেয় শক্ত লিডে। সব মিলিয়ে ৪০৪ রানে অলআউট হয়ে ৭১ রানের লিড নেয় সফরকারীরা।
৭১ রানের সেই লিড বাদ দিলে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য ছিল মাত্র ৬৮। ছোট টার্গেটে আত্মবিশ্বাসী সূচনা করেন অধিনায়ক আয়ডেন মার্করাম ও রায়ান রিকেলটন। মার্করাম ৪২ রানে ফিরলেও, রিকেলটন ২৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ের ফলে পাকিস্তানের মাটিতে ১৮ বছর পর টেস্ট জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
- Advertisement -spot_img
সর্বশেষ

মুর্শিদাবাদে তৃণমূলকে ২০ থেকে ১০ এ নামাব : হুমায়ুন

খবরের দেশ ডেস্ক ;   দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরাসরি দলকেই চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সাম্প্রতিক এক...