33 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে : হাসান মামুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মো: জহিরুল ইসলাম চয়ন, 
পটুয়াখালীপ্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার চরবিশ্বাস বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

 

হাসান মামুনের সমাবেশে জনতার ঢল
হাসান মামুনের সমাবেশে জনতার ঢল
বিকাল ৪ টায় জনসভা শুরুর পূর্ব থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে মিছিল সহকারে জনসভা স্থলে শত শত নারী ও পুরুষ সহকারে জড়ো হতে থাকে। এভাবে জনসভাস্থল হাজার হাজার নেতাকর্মীদের পদভারে জনসমুদ্রে পরিনত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান মামুন বলেন, সাধারণ জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যায় তাহলে উপকূলীয় চরাঞ্চলে অবস্থিত কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এ দূর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতৃবৃন্দের একটিই দাবি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অত্র অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা হাসান মামুন ভাইকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া। এছাড়া এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে তারা তাকে মেনে নেবেন না।
- Advertisement -spot_img
সর্বশেষ

চীনা ড্রোনে ভর করে পাল্টা হামলা, মিয়ানমারে জান্তার নিয়ন্ত্রণ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক  মিয়ানমারে সামরিক জান্তা ব্যাপক হামলা চালিয়ে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলো একে একে পুনরুদ্ধার করছে। বিশেষ করে চীনের প্রযুক্তিগত...