দীর্ঘ বিরতির পর অবশেষে প্রকাশ্যে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ছিলেন প্রায় সম্পূর্ণ অন্তরালে। মাঝখানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আলোচনায় এলেও, এরপর আবার আড়ালে চলে যান।
সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্ট ভিডিওতে নিপুণকে দেখা গেছে, যেখানে তিনি রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আবারও আলোচনায় আসেন এই জনপ্রিয় অভিনেত্রী।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও আদালতের আশ্রয়ে থেকে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে রাখার ঘটনায় ব্যাপক বিতর্কে জড়ান নিপুণ। পরে পটপরিবর্তনের পর তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করে চলচ্চিত্র শিল্পী সমিতি।
এর আগে চলতি বছরের শুরুতে তিনি সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে গোয়েন্দা সংস্থার আপত্তিতে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।
দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনায় আসেন শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত হয়ে। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তাঁর সাম্প্রতিক উপস্থিতি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।