28 C
Dhaka
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

জামায়াতের অমুসলিম সহযোগী সদস্য সম্মেলন কুড়িগ্রামে অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর অমুসলিম সহযোগী সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজারহাট উপজেলার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার।
রাজারহাট উপজেলা সেক্রেটারি এডভোকেট মোঃ আহাম্মদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওদাবস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবকুমার বর্মন, সুরেশ চন্দ্র, তিলক চন্দ্র সরকার, অসীম রায় চন্দ্রসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে বেশি অবহেলিত সনাতন ধর্মাবলম্বী। সুযোগ পেলে সর্বপ্রথম এই অবহেলাকে সম্মানে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।’
আলোচনায় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের শপথের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সীতাকুণ্ডে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 

  মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি সীতাকুণ্ড  বাঁশবাড়ীয়া  জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট-২০২৫,, শুক্রবার (২৪ অক্টোবর ) বিকেলে...