বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মোটরবাইক ‘রয়েল এনফিল্ড’ — যেটি কিনতে এখন অগ্রিম বুকিং দিতে হচ্ছে বাইকপ্রেমীদের। অথচ এই একই বাইক আজ থেকে ৩০ বছর আগে বাংলাদেশের সিনেমায় দেখা গিয়েছিল এক স্টাইলিশ নায়কের হাতে — মহানায়ক সালমান শাহর।
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাথী তুমি আমার জীবনে’ গানের দৃশ্যে সালমান শাহকে দেখা যায় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে রয়েল এনফিল্ড বাইকে রাস্তায় ছুটে চলতে। সেই সময়ের প্রেক্ষাপটে বাইকটি ছিল একেবারেই অচেনা ও আধুনিক এক প্রতীক।
আজ তিন দশক পর সেই একই বাইক আবারো স্টাইল ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশে।
চলচ্চিত্রপ্রেমী ও বাইক অনুরাগীদের অনেকেই বলছেন, “সালমান শাহ শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশি সিনেমার ফ্যাশন ও ট্রেন্ডের পথপ্রদর্শক। তিনি যা করতেন, সেটাই এক যুগের স্টাইল হয়ে যেত।”
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমান শাহকে এখনও বলা হয় সবচেয়ে আধুনিক ও আপডেট নায়ক, যিনি তিন দশক আগেই আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছিলেন পর্দায়— পোশাক, হেয়ারস্টাইল, কিংবা বাইক—সবখানেই।