আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম জেলার দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে কুড়িগ্রাম জেলা শহরের সাথে যুক্ত করতে চিলমারী-রৌমারী রুটে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবীতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সেতু নির্মাণ বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। সেই সাথে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে দাবি তুলেছেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ।
শুক্রবার (২৪ অক্টোবর) চিলমারী উপজেলার নদীবন্দর এলাকায় সকাল হতে দিনব্যাপী চলে এই কর্মসূচি। এটি আয়োজন করেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ। জনমত ও গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেনীপেশার নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মিজানুর রহমান মিজান, মেহেদী হাসান শান্ত, নাইম শেখ, রেজাউল করিমসহ অনেকেই জানান, বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে সময় লাগে কয়েকঘন্টা। বর্ষার সময় নদী উত্তাল থাকে সেই সময় পাড়াপাড়ে ঝুঁকি থাকে। এই রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে অনেক ভুমিকা রাখবে। সেই সাথে চিলমারী-রৌমারী-রাজিবপুরের মানুষের সকল দিক থেকে উন্নিত হবে। এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা রাজিবপুর হতে কুড়িগ্রাম জেলা শহরে পড়াশোনা করেন তাদের জন্য নদীপারে ভোগান্তি থেকেই যাচ্ছে, সেতু হলে এটা ঘটবে না।
ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম একজন মাজু ইব্রাহিম বলেন, আজকের জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি মানে এই অঞ্চলের মানুষের এই সেতুর প্রয়োজন আছে কিনা। আমরা আজকের এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাবো দ্রুত এই সেতু বাস্তবায়নে। এই সেতু হলে ৪টি বিভাগের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হবে। ঢাকার সাথেও দূরত্ব কমে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। তাই আমরা আশা রাখি ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়ন হবে। এই দাবি এই অঞ্চলের সকলেরই দাবি। গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।