26 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে বাধা দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে রমনা থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
ওসি গোলাম ফারুক বলেন,

“সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর তাঁর মামা আলমগীর হোসেন ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এর মধ্যে কয়েকজন আসামি দেশের বাইরে অবস্থান করছেন। যারা দেশে আছেন, তারা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য সব বিমান, সমুদ্র ও স্থলবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং গুরুত্বসহকারে তদন্ত চলছে।
“এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে,” বলেন ওসি।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমান শাহর অসমাপ্ত সিনেমায় বন্ধুর কণ্ঠ: ডনের অজানা অবদান প্রকাশ্যে

বাংলা সিনেমার ইতিহাসে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মৃত্যুর পরও তার কণ্ঠ যেন হারিয়ে যায়নি—পর্দার আড়ালে বন্ধুত্বের বন্ধনেই তা জীবন্ত...