20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

‘ইচ্ছে তো অনেক, যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’ ফেসবুকে স্ট্যাটাসে আবুল কালামের শেষ কথা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজধানীর ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫) নামের এক যুবক। নিহত কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার আগের রাতে, শনিবার (২৫ অক্টোবর), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের জীবনের শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম। সেখানে তিনি লিখেছিলেন—

“ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই উপরের দিক থেকে ভারী ধাতব অংশটি পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আবুল কালাম। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্বজনদের মধ্যে এখন শোকের ছায়া।
আবুল কালামের মেজভাবি আছমা বেগম বলেন,

“দুপুর ১২টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। সে বলছিল, দু-এক দিনের মধ্যে বাড়িতে আসবে, আমি যেন ইলিশ মাছ কিনে রাখি। আমার ভাই আর এলো না…”

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন,

“আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। সরকারের অবহেলার কারণে এমন মৃত্যু—এটা মেনে নেওয়া যায় না। তার পরিবারের দায় এখন কে নেবে?”

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন তিনি। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক—ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর, মেয়ে সুরাইয়ার বয়স ৩।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রোরেলের কাঠামোর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ‘বিয়ারিং প্যাড’ নামের ভারী ধাতব অংশটি (ওজন ১৪০–১৫০ কেজি) আলগা হয়ে নিচে পড়ে যায়।
এই দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...