17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

কালিয়াকৈরে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক  হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গাজীপুর ১আসনে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির হুমায়ুন কবির খান উদ্যোগে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৫ শে অক্টোবর  শনিবার সকাল ১০ টায় উপজেলা আশেক নগর পার্ক মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা  আব্দুল লতিফ সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি
 শ্রম বিষয়ক সহ-সম্পাদক,  হুমায়ুন কবির খান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা  আখতার-উজ-জামান , কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি
দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন , কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ উদ্দিন, কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন , কালিয়াকৈর পৌর মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সাবেক সভাপতি সেলিম হোসেন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম বাবু সহ দলের অসংখ্য নৈতিবৃন্দ দলে দলের যোগদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম বিষয়ক সহ-সম্পাদক,  হুমায়ুন কবির খান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তার মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে বলেন, “আমি গাজীপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি আশা করি আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এই এলাকারই সন্তান, সেই হিসাবে আমি আপনাদের ভোট প্রাপ্ত।”
তবে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি আরও বলেন, ‘দল সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষেই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”
সভায় উপস্থিত বক্তারা বিগত স্বৈরাচার সরকারের নানা সমালোচনা করে এবং বিএনপি নেতাকর্মীদের উপর ঘটে যাওয়া অত্যাচার, অবিচার, জেল-জুলুমের কথা তুলে ধরেন।
এমপি পদপ্রার্থী শ্রম বিষয়ক সহ-সম্পাদক,  হুমায়ুন কবির খান এই জনসভা প্রমাণ করে, গাজীপুর-১ সংসদীয় আসনে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবন্ধ এবং ধানের শীষের বিজয়ের জন্য তারা প্রস্তুত।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...