16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল পুনরায় চালু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
 সকালে পরীক্ষামূলক ট্রেন চলাচল
ডিএমটিসিএল জানায়, সকালে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো প্রযুক্তিগত বা কাঠামোগত ত্রুটি পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক থাকায় বেলা ১১টার পর পুরো রুটে চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
 যাত্রীদের স্বস্তি
মেট্রোরেলে থাকা এক যাত্রী বিকল্প নিউজকে বলেন,

“বেলা ১১টার পর অফিসের উদ্দেশে বের হই। বের হয়ে দেখি মেট্রোরেল আবার চালু হয়েছে। পরে মেট্রো ধরেই অফিসে রওনা দিই।”

 ডিএমটিসিএলের অফিসিয়াল ঘোষণা
আজ সকালে ডিএমটিসিএলের সরকারি ফেসবুক পেজে জানানো হয়—
“মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সোমবার সকাল ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...