27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

গলাচিপায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উলানিয়া একাদশ বনাম রণগোপালদী একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে উলানিয়া একাদশ ৫-৩ গোলে রণগোপালদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খেলা উপভোগ করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান (হিরু) এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা খেলা উপভোগ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ — ফোন তল্লাশিতে ক্ষুব্ধ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী...