- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর নিয়ে ফিরেছেন সুপারস্টার শাকিব খান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর নতুন ছবি ‘সোলজার’— যা দেশপ্রেমের আবেগে ভরপুর এক অ্যাকশন-ড্রামা চলচ্চিত্র।
রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথম লটে মূলত চরিত্রভিত্তিক দৃশ্য ধারণের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন সিনেমা-সংশ্লিষ্ট একাধিক শিল্পী।
‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।
প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,
“প্রথম লটে মূল চরিত্রগুলোর আবেগ ও দায়িত্ববোধ ফুটিয়ে তোলার দৃশ্য ধারণ করা হচ্ছে। সিনেমার প্রতিটি ফ্রেমে দেশপ্রেমের স্পিরিট থাকবে।”
নিজের নতুন প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান বলেন,
“আমরা চাই ‘সোলজার’ শুধু দেশে নয়, দেশের বাইরেও প্রদর্শিত হোক।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে কাজ করা আমার জন্য আশীর্বাদ। আশা করি, অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের উন্নয়নে এগিয়ে আসবে।”
প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন,
“শাকিব খান ২৬ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের সঙ্গে আছেন। তাঁর সঙ্গে আমাদের এই যাত্রা বাংলা সিনেমার জন্য নতুন দ্বার উন্মোচন করবে।

