20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ — ফোন তল্লাশিতে ক্ষুব্ধ শিক্ষার্থী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী আবির হাসান
তার অভিযোগ, সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় হকার উচ্ছেদ অভিযানের সময় প্রক্টরিয়াল টিমের সদস্যরা “মিথ্যা অভিযোগের” ভিত্তিতে তাকে আটক করে ও তার ব্যক্তিগত মোবাইল ফোন পরীক্ষা করে
আবির জানান,

“ক্যাম্পাসে ফেরার পথে আমি প্রক্টরিয়াল মোবাইল টিমের একজন সদস্যের কাছে তাদের কার্যক্রমের সমালোচনা করেছিলাম। এ নিয়ে কথাকাটাকাটির পর তারা আমাকে প্রক্টরের অফিসে নিয়ে যায় এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে।”

তিনি বলেন,

“অভিযোগের পর একজন প্রক্টর আধঘণ্টা ধরে আমার ফোন তল্লাশি করেন। তিনি আমার ফোনে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা খুঁজে দেখার চেষ্টা করেছেন।”

আবিরের দাবি, সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলামড. কে. এম. আজম চৌধুরী দুজনই তার ফোন পরীক্ষা করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...