- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক ;
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পরও থামার ইচ্ছা নেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন তিনি। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে তিনি মাঠে নামতে চান আরও একবার বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে।
মেসি বলেন,
“যদি বিশ্বকাপে খেলতে পারি, সেটা হবে দারুণ এক অভিজ্ঞতা। আমি চাই পুরোপুরি ফিট অবস্থায় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তবে এখন প্রতিদিন নিজের অবস্থা যাচাই করছি। আগামী বছরের ইন্টার মায়ামির প্রি-সিজনে বুঝতে পারব, আমি কতটা প্রস্তুত। তারপরই সিদ্ধান্ত নেব।”
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের পাঁচটি আসরে ইতোমধ্যে অংশ নিয়েছেন মেসি। তবে জাতীয় দলের হয়ে খেলাটা এখনও তাঁর কাছে স্বপ্নের মতো,
“বিশ্বকাপের মঞ্চ সবসময়ই বিশেষ। আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি, এবারও শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। জাতীয় দলের হয়ে আবারও বিশ্বকাপে মাঠে নামা হবে রোমাঞ্চকর।”
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে মেসির। এরপর দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন প্রায় সব শিরোপা—কেবল বিশ্বকাপটিই ছিল অপূর্ণতা। ২০২২ সালে কাতারে সেই স্বপ্নও পূরণ হয়। মেসি বলেন,
“এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ক্যারিয়ারে এই একটি ট্রফিই বাকি ছিল, সেটা জেতার পর মনে হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে।”

