18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

২০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘ দুই দশক ধরে পলাতক থাকার পর শেষ পর্যন্ত আইনের হাতে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮)। সোমবার (২৮ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার একটি দল বিশেষ অভিযানে খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে মফিজকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, “২০০৪ সালে রাজধানীর শ্যামপুর থানায় সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মফিজ সরকার। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও রায় ঘোষণার আগেই তিনি গা ঢাকা দেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।”
দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর অনুসন্ধানের মাধ্যমে অবশেষে তাকে শনাক্ত করা সম্ভব হয় বলে জানান ওসি।
অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম। পুলিশের দাবি, দীর্ঘ পরিকল্পনা ও নজরদারির পর বিশেষ কৌশলে দীঘিনালা এলাকা থেকে মফিজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...