20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

মনোনয়ন পেলে মিষ্টি বিতরণ করবেন না : তারেক রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তৃতায় অশ্রুসিক্ত হয়েছেন দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা।
সোমবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি যখন নিজের মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন, তখন সভাকক্ষে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
দলের ঐক্য, ত্যাগ ও মূল্যায়ন নিয়ে হৃদয়ছোঁয়া বক্তব্যে তারেক রহমান বলেন,

“আমার মা-ও মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে মাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও মা আপনাদের ত্যাগ করেননি। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন।”

তিনি আরও বলেন,

“শেখ হাসিনা আমার মাকে চল্লিশ বছরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা তার সন্তানও হারিয়েছেন। তবু কোনো আপস করেননি। কারণ, তার লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা

বক্তৃতার একপর্যায়ে তিনি এক আদালতের গল্প টেনে বলেন—

“দুই মায়ের মধ্যে এক সন্তানের দাবি নিয়ে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করে দেবেন। তখন আসল মা বলেছিলেন, সন্তানকে ভাগ করবেন না, অন্যজনকেই দিন।
আসল মা তিনিই, যিনি সন্তানের ক্ষতি হতে দেন না।
আমি চাই আপনারা সেই আসল মায়ের মতো হোন। ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন।”

তারেক রহমান বলেন,

“একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করুন। ঐক্যবদ্ধ থাকুন, তাহলেই বিএনপি এগিয়ে যাবে।”

বক্তৃতার শেষ দিকে নিজেও তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভা শেষে একজন কেন্দ্রীয় নেতা বলেন,

“তারেক রহমানের কথায় ছিল না রাজনীতি, ছিল এক মা ও ছেলের আত্মত্যাগের গল্প। সেই গল্পের ভেতরেই দলীয় ঐক্যের বার্তা।”

রাত ৮টা থেকে শুরু হয়ে সভা চলে সাড়ে ৯টা পর্যন্ত।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসগয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...