20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এনামুল নবীন।
আইনি নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এমআরটি লাইন-৬ এর পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড নিচ দিয়ে হাঁটতে থাকা পথচারী আবুল কালাম আজাদের (৪২) মাথায় পড়ে, তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। মৃত্যুর পর স্ত্রী, দুই শিশু সন্তান ও এক ছোট ভাইকে রেখে গেছেন।
আইনি নোটিশে দাবি করা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটে। রক্ষণাবেক্ষণের অভাব ও ত্রুটি শনাক্তে অবহেলার ফলে মেট্রোরেল এখন জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নিহতের পরিবারকে মাত্র ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণা বাস্তবতা-বিবর্জিত, অবমাননাকর ও অন্যায্য। নিহতের পরিবার দীর্ঘমেয়াদে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, তাই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও একজনকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে।
নোটিশে জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে মেট্রোরেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা রাষ্ট্রের জন্যও “লজ্জাজনক নজির” হিসেবে বিবেচিত হতে পারে।
আইনজীবী এনামুল নবীন গণমাধ্যমকে বলেন,
“আমি ইতোমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছি। নিহত আবুল কালামের পরিবারের প্রতি ন্যায়বিচারের স্বার্থে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমি মনে করি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...