20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে একটি চালবাহী ট্রাক। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম (৪৫), তিনি স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।
দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মালবাহী ট্রেন সাগরিকা স্টেডিয়াম রেলগেট পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি চালবোঝাই ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।
ঘটনাস্থলে থাকা নিরাপত্তা প্রহরী শামসুল আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন,

“ট্রেনটিতে থাকা পণ্যবাহী কনটেইনার সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় রেল বিভাগের কারও গাফিলতি ছিল কিনা, তা তদন্তে দেখা হচ্ছে। রেল যোগাযোগ দ্রুত চালু করতে উদ্ধারকাজ চলছে।”

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড হয়ে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা অংশ নিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...