26 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাপের কামড়ে প্রান হারালো কলেজছাত্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আর কে মৃধা রাহুল (ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলায় বিষধর সাপের কামড়ে  শুভ দাস (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার সময় ভাংগা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত “শুভ দাস”ওই গ্রামের জয়ন্ত দাসের পুত্র এবং সদরপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শুভ আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,
পরে তার অবস্থার অবনতি হলে রাতেই শুভকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।
আজ দুপুরে শুভর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্য, সহপাঠী ও প্রতিবেশীদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শুভ মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এমন মৃত্যু মেনে নেয়া অনেক কষ্টদ্বায়ক।
- Advertisement -spot_img
সর্বশেষ

পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির...