30 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

জনপ্রিয়

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয়পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পারস্পরিক পরিদর্শনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্প্রতি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরক্ষা সংলাপের প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কুড়িগ্রামে সেতুর নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়, তবুও সেতু নির্মাণ হয়না

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে একটি সেতুর নির্মাণ কাজের ৪ বছর মেয়াদ শেষ...