20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোটের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 



জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা, শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন ঘুরে পুনরায় দরগা রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট মাওলানা নাজিম উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল থেকে বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে। আগামী নভেম্বরের মধ্যেই জনগণের অংশগ্রহণমূলক গণভোট আয়োজন করতে হবে।”
তারা আরও দাবি জানান—পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় পার্টিসহ ১৪ দলের ‘ফ্যাসিস্ট রাজনীতি’ নিষিদ্ধ ঘোষণা,জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ‘ফ্যাসিস্ট হাসিনা’সহ সকল ‘খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের’ বিচার দ্রুত সম্পন্নের আহ্বান।
বক্তারা বলেন, “জুলাই সনদ হচ্ছে জনগণের মুক্তির ম্যানিফেস্টো। এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
 মিছিল শেষে অংশগ্রহণকারীরা ন্যায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...