20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে নাটক ও জারি গান অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে ‘রাইটস যশোরের’ উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা, নাটক ও জারি গান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে ও যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান এর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে নাটক ও জারি গান শুরু হয়।

এ মানব পাচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসির দায়িত্বে থাকা উপ পরিদর্শক মানিক কুমার সাহা, বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হোসেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সামাজিক এবং সাংবাদিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ এবং মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যেসব সারভাইভারকে ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে দিতে স্বাবলম্বী করতে হবে। এজন্যে তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে। যদিও অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই বিষয়ে কাজ করছে। তবে, কাজটি যাতে ফলপ্রশু হয় সেদিকে সচেষ্ট হতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধের বিষয়টি সঠিকতা পাবে না।
এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে বলেন। ১৮ বছরের আগে যেন কোন ছেলে মেয়ে কোন অপরিচিত লোকের সাথে না মেশে সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বৃহৎ সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরও পাচাররোধে সচেতন হওয়ার জন্য আহবান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...