চুল পড়া প্রতিরোধে যুগান্তকারী অগ্রগতি এনেছেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির গবেষকরা। তাদের তৈরি এক বিশেষ রাব-অন সিরাম পরীক্ষাগারে ব্যবহৃত মাউসের ত্বকে মাত্র ২০ দিনের মধ্যে নতুন চুল গজাতে সক্ষম হয়েছে।
গবেষক দল জানিয়েছে, সিরামটি ত্বকের নিচের ফ্যাট কোষকে সক্রিয় করে চুলের ফলিকল পুনর্জীবিত করে। এতে ব্যবহৃত ফ্যাটি অ্যাসিডগুলো প্রাকৃতিক এবং ত্বকের জন্য নিরাপদ।
প্রধান গবেষক প্রফেসর সুং-জান লিন বলেন,
“আমি নিজে এই সিরাম ব্যবহার করেছি, এবং কয়েক সপ্তাহের মধ্যে নতুন চুল গজাতে দেখেছি।”
গবেষণায় দেখা গেছে, ওলেইক অ্যাসিড ও প্যালমিটোলেইক অ্যাসিড ব্যবহার করে তৈরি সিরামটি ত্বকে প্রয়োগ করলে রাসায়নিক উত্তেজক ছাড়াই চুলের বৃদ্ধি উদ্দীপিত হয়।
গবেষকরা ইতিমধ্যে এই ফর্মুলার পেটেন্ট নিয়েছেন এবং আগামীতে মানুষের স্কাল্পে বিভিন্ন ডোজে পরীক্ষার পরিকল্পনা করছেন।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার সফলভাবে প্রয়োগ করা গেলে এটি মিনোক্সিডিল বা ফিনাস্টারাইডের মতো ঔষধের বিকল্প হতে পারে—যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বর্তমানে চুল পড়ার কারণ হিসেবে বয়সজনিত হরমোন পরিবর্তন, মানসিক চাপ, অপুষ্টি, থাইরয়েড সমস্যা ও কিছু রোগ দায়ী বলে চিকিৎসকেরা মনে করেন।
বিশ্বজুড়ে এখনই চুল পড়া রোধে নানা চিকিৎসা প্রচলিত থাকলেও, এই প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড নির্ভর সিরাম