| Your Ads Here 100x100 |
|---|
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।
আজ বুধবার ২৯অক্টোবর সকাল ১০ টার সময় বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে।
জেলার একমাত্র বৌদ্ধ বিহার বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড. অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিয়াজ মাখতুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন,।
বক্তাগন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোন সরকার সহযোগিতা করেননি। প্রধান উপদেস্টা ড. মোহাম্মদ ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
আয়োজনে:- স্বপন বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ বিহারের দায়ক – দায়িকাবৃন্দ।

