27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫

নিরীহ আওয়ামী কর্মীদের বুকে টেনে নেয়ার আহ্বান বিএনপি নেতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন,

“যারা নিরীহ, বাধ্য হয়ে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছে, কিন্তু কারও ক্ষতি করেনি—তাদের বুকে টেনে নিন।”

বুধবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন,

“যারা দখল, জুলুম ও অন্যায় করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। কিন্তু যারা নিরীহ, তাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করবে বিএনপি।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। তিনি বলেন,

“এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। বিএনপি শান্তিপূর্ণ পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোসা. রোজিনা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

সিলেটে আওয়ামী লীগ নেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক (৫৮)। শুক্রবার সকালে রক্তাক্ত...