27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫

সনদে শেখ মুজিবের ছবি সংক্রান্ত বিধান না থাকায় বিএনপির ক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সরকারি ও বেসরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,

“প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের নজরে এসেছে যে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত কয়েকটি দফা পুনরায় সংশোধন করা হয়েছে— যা আমাদের অগোচরে করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন,

“মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান [অনুচ্ছেদ ৪(ক)] বিলুপ্ত করার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি দিলেও, সেটি চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।”

বিএনপি মহাসচিব আরও বলেন,

“সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের (পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল) পুরোপুরি বিলুপ্তির বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর একমত অবস্থান ছিল। কিন্তু চূড়ান্ত সনদে সেই অংশও সংশোধন করে বাদ দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

সিলেটে আওয়ামী লীগ নেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক (৫৮)। শুক্রবার সকালে রক্তাক্ত...