27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫

শনিবার রাজপথে নামবে সালমান ভক্তরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্ক 
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে আবারও উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে তার পরিবারের করা হত্যা মামলা।
সম্প্রতি সালমানের পরিবার রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে। একই সঙ্গে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে।
পরিবারের অভিযোগ, সালমান শাহের মৃত্যু কোনো আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মানববন্ধনের ঘোষণা
এই মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে ‘সালমান শাহর ভক্তবৃন্দ’ নামের সংগঠনের উদ্যোগে আগামী ১ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,

“সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও প্রকৃত তদন্ত এখনো শেষ হয়নি। অপরাধীরা ধরা না পড়ায় ন্যায়বিচার থেকে আমরা বঞ্চিত।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।
ভক্তদের আবেগঘন দাবি
আয়োজক কমিটির এক সদস্য বলেন,
“সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের ব্যথিত করে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।”
- Advertisement -spot_img
সর্বশেষ

সিলেটে আওয়ামী লীগ নেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক (৫৮)। শুক্রবার সকালে রক্তাক্ত...