- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস তীব্র সমালোচনার মুখে পড়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকা বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য “বড় হুমকি” হিসেবে বর্ণনা করেছে।
নতুন বিধি অনুযায়ী, সাংবাদিকরা এখন থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং তার সহযোগীদের অফিসসহ ওয়েস্ট উইংয়ের কিছু গুরুত্বপূর্ণ কক্ষে পূর্বানুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, গঠনগত পরিবর্তনের পর সংবেদনশীল তথ্যের সুরক্ষার স্বার্থে ‘আপার প্রেস’ নামে পরিচিত রুম ১৪০–এ প্রবেশের আগে সাংবাদিকদের সময় নির্ধারণ করতে হবে।
তবে সাংবাদিক সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত হোয়াইট হাউসের দীর্ঘদিনের উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। আগে সাংবাদিকরা সহজেই প্রেস কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে তথ্য যাচাই করতে পারতেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (WHCA) এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সভাপতি ওয়েইজিয়া জিয়াং বলেন,
“প্রেস সেক্রেটারির অফিসে প্রবেশাধিকার সরকারকে জবাবদিহির আওতায় রাখার অপরিহার্য মাধ্যম। এই নিষেধাজ্ঞা গণমাধ্যমের স্বচ্ছতার ওপর আঘাত।”

