27 C
Dhaka
রবিবার, নভেম্বর ২, ২০২৫

জামালপুরে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

সৈয়দ আশিক মাহমুদ-জামালপুর থেকেঃ

জামালপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টাফ দ্বারা ঔষধ
উত্তোলন বন্ধের প্রতিশ্রুতি দিলেন হাসপাতালের সহকারি পরিচালক
ডা. মো: মাহফুজুর রহমান। ২৯ অক্টোবর, বুধবার  সচেতন নাগরিক কমিটি (সনাক)
জামালপুর এর উদ্যোগে হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এক
অধিপরামর্শ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি হাসপাতালে দালালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন,
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সনাক সভাপতিকে যুক্ত করা,
হাসপাতালের ওয়ার্ড বয় ও ক্লিনারদের
আইডি কার্ডের ব্যবস্থা ও যথাযথ ব্যবহারের উদ্যোগ নেয়া ইত্যাদি
বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

তিনি বলেন, লোকবল
সংকট, সীমিত বাজেট, রোগীর আধিক্য ইত্যাদি কারণে জেনারেল
হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। সনাকের অনুপ্রেরণায়
গঠিত একটিভ সিটিজেন গ্রুপ এবং সনাকের সহযোগিতায় ও
পরামর্শে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে তিনি
আশা প্রকাশ করেন।
টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর
সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের সংশ্লিষ্ট
এসিজি’র সমন্বয়কারী হামিদুল হক সীমান্ত। তিনি তার বক্তব্যে
বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের সাথে মতবিনিময়
সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। এ সময় তিনি
কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত
হাসপাতালের সেবা সংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জামালপুর সনাকের স্বাস্থ্য বিষয়ক
উপকমিটির আহবায়ক মেহেদী মাহমুদ খান। তিনি বলেন, হাসপাতালে
নানাবিধ সমস্যা থাকলেও সকলে উদ্যোগ গ্রহন করলে তার
বেশির ভাগেরই সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, সনাক এর
বিভিন্ন কার্যক্রমের ফলে হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে
ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ও
স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সনাক জামালপুরের
সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র কনসালটেন্ট, নার্সিং
সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার এবং জামালপুর সনাকের স্বাস্থ্য বিষয়ক
উপকমিটির সদস্যবৃন্দ, এসিজি সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ ও
অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
সর্বশেষ

আবারও মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ...