27 C
Dhaka
রবিবার, নভেম্বর ২, ২০২৫

গলাচিপায়-বর্ণাঢ্যশোভাযাত্রায় -৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মু: জহিরুল ইসলাম চয়ন পটুয়াখালী প্রতিনিধি

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যের আলোকে-সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে-জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতায়-সমবায় যুবক-যুবতি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সুধী ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক বন্যাঢ র্র‍্যালি মিছিল বের করে।
রেলি শেষে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা সমবায় অফিসার মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে-বিষয়ের প্রতিপাদ্যের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, উপজেলা জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, বিএনপির সাবেক পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান। উপজেলা কৃষি অফিসারের উপ কৃষি কর্মকর্তা নাহিদ হোসেন, জহিরুল ইসলাম চয়ন ও সমবায় সদস্য মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার নিবন্ধনকৃত সমবায় নারী পুরুষেরা অংশ নেয়। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন আগামী বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি করতে হলে, সাম্য ও সমতায়-ক্ষুদ্র থেকে বৃহত্তর পর্যায়ে অর্থনৈতিকভাবেএগিয়ে নিতে হলে সমবায়ের বিকল্প নেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

আবারও মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ...