25 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

কাঁটাতার তুলে দুই বাংলা এক করার ঘোষণা, সমালোচনায় বিজেপি সাংসদ জগন্নাথ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই উত্তাপের মধ্যেই বিতর্ক সৃষ্টি করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
তিনি বলেছেন,

“এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সাংগঠনিক সভায় এই মন্তব্য করেন রানাঘাটের এই বিজেপি সাংসদ।
বানপুরের ওই সভায় বেশ কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেন। সেখানে দলের শক্তি বৃদ্ধি হয়েছে দাবি করে জগন্নাথ সরকার বলেন,

“তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”

এই বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন,

“জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এসেছে। একদিকে তারা বলে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অন্যদিকে বলছে কাঁটাতার তুলে দিতে হবে। বাংলার মানুষ এই ভণ্ডামি বুঝে নেবেন।”

বিজেপি বহুদিন ধরেই দাবি করে আসছে, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের কারণে ভারতের কয়েকটি সীমান্ত রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে।
তাদের অভিযোগ, এই অনুপ্রবেশে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে মদত দিচ্ছে।
অনুপ্রবেশ রোধ ও নাগরিক যাচাইয়ের হাতিয়ার হিসেবে বিজেপি ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে এবার প্রধান নির্বাচনি ইস্যু হিসেবে সামনে এনেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান অধ্যাপক এবিএম ফজলুল করিমের

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   গতকাল শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ-এশা মুন্সিগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী...