দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন এ দাম আগামীকাল রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ৯৬ টাকার কমে।
নতুন দামে সোনার মূল্য:
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা

