25 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

আবারও বাড়ল সোনার দাম

জনপ্রিয়

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন এ দাম আগামীকাল রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ৯৬ টাকার কমে।
নতুন দামে সোনার মূল্য:
  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন, ওজন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়ছে দেশীয় বাজারেও।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান অধ্যাপক এবিএম ফজলুল করিমের

মুন্সিগঞ্জ প্রতিনিধি:   গতকাল শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ-এশা মুন্সিগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী...