26 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ১০ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাজ্যে আবারও ছুরি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনগামী একটি ট্রেনে ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালানো হয়। এতে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার পর ট্রেনটি থামানো হয় কেমব্রিজশায়ারের হান্টিংডন রেলস্টেশনে, এবং দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনগামী ট্রেনে সাধারণত পর্যটকদের ভিড় বেশি থাকে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি একজনকে বড় ছুরি হাতে দেখেছি, ট্রেনের ভেতরে রক্ত ছড়িয়ে ছিল।” আতঙ্কে যাত্রীরা শৌচাগারে আশ্রয় নেন এবং পালানোর চেষ্টায় কিছু মানুষ পদদলিত হন।

ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, “এটি ভয়াবহ ও গভীর উদ্বেগজনক ঘটনা। আহতদের প্রতি সহমর্মিতা জানাই এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকেও ধন্যবাদ জানাই।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর থেকে যুক্তরাজ্যে ছুরি হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে জনসমক্ষে ছুরি বহন করা অপরাধ, যার সর্বোচ্চ সাজা চার বছরের কারাদণ্ড। গত এক বছরে পুলিশ ৬০ হাজার ছুরি জব্দ করেছে সাধারণ নাগরিকদের কাছ থেকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

৩৬ বছরের শিক্ষকতার ইতি টানলেন শায়েস্তা খাতুন

প্রধান শিক্ষক শায়েস্তা খাতুনের চাকরিজীবনের শেষ দিন। তাঁকে বিদায় জানাতে এসেছেন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকার সাধারণ...