বাংলাদেশ বিমানবাহিনী বেসামরিক পদে বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সদর দপ্তরের অধীনে ৫০ ধরনের পদে মোট ৩০৭ জন নিয়োগ দেওয়া হবে। গত ১৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে — ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, নকশাকার, ড্রাইভার, ট্রেডসম্যান, অফিস সহায়ক, মেসওয়েটার, মালি ও পরিচ্ছন্নতাকর্মীসহ নানা পদে লোক নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত নির্ধারিত।
🧾 কিছু উল্লেখযোগ্য পদ:
-
ধর্মীয় শিক্ষক — ১ জন (ফাজিল পাস)
-
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ১ জন (স্নাতক)
-
কম্পিউটার অপারেটর — ৩ জন (স্নাতক)
-
গবেষণাগার সহকারী — ৩ জন (রসায়ন/পদার্থবিদ্যা)
-
নকশাকার — ৬ জন (এসএসসি)
-
মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার — ১৪ জন (এসএসসি)
-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২৩ জন (এইচএসসি)
-
বাবুর্চি — ৪৬ জন (অষ্টম শ্রেণি)
-
পরিচ্ছন্নতাকর্মী — ৫০ জন

