30 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান অধ্যাপক এবিএম ফজলুল করিমের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মুন্সিগঞ্জ প্রতিনিধি:

 

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ-এশা মুন্সিগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সাধারণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। সভায় তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও অন্যায়ের এই সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। তিনি আরও আহ্বান জানান, ন্যায় ও সত্যের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সবাই যেন একসাথে কাজ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েতউদ্দীন, টঙ্গীবাড়ি উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হোসেন, এবং নায়েবে আমীর মাস্টার সৈয়দ আব্দুর রহিম। এছাড়া প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ উপস্থিত থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন যশলং ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ হাবিবুল্লাহ তাহজিব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সাকিল মোল্লা।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনতে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তাঁরা প্রত্যেকে ইসলামী মূল্যবোধ, সততা ও জনগণের সেবার মানসিকতা নিয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সভায় বায়তুলমাল সম্পাদক মোঃ মিরাজ, আবদুর রহমানসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ ছবিতে সালমান শাহর পারিশ্রমিক কত ছিল

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।ছবিটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ, আর সালমানের...