25 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

জাতীয় নির্বাচনের প্রচার শুরু: প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তার সঙ্গে প্রকাশিত একটি ৪৮ সেকেন্ডের ভিডিওতে বলা হয়েছে—এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে জনগণ তাদের দেশের মালিকানা পুনরায় ফিরে পাবেন।”
ভিডিও বার্তায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও গুম এবং বিডিআর বিদ্রোহ তদন্তের সমন্বয়কারী ড. খান সুবায়েল বিন রফিক বলেন,

“সব অতীত অধ্যায়কে পেছনে ফেলে বাংলাদেশ আজ তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে। এই নির্বাচন শুধু ভোট নয়—এটি দেশের মালিকানা পুনরুদ্ধারের লড়াই।”

ভিডিওর শুরুতে স্ক্রিনে প্রদর্শিত হয় লেখাটি — “আওয়ামী ক্ষমতার উৎস।” এরপর স্থান পায় আওয়ামী লীগ সরকারের সময়কার একটি পুরনো বক্তব্য, যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন,

“শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে যা যা করার অনুরোধ করেছি।”

ভিডিওটির শেষাংশে “দেশের চাবি আপনার হাতে” স্লোগান ভেসে ওঠে, যা নির্বাচনী প্রচারের মূল বার্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
 নিরাপত্তা প্রস্তুতি ও সাম্প্রতিক বৈঠক
এর একদিন আগে, শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন। তিন বাহিনীর প্রধানরাও নির্বাচনী প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

  জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন...