- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।
ছবিটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ, আর সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর।
নির্মাতা ছটকু আহমেদের ভাষ্য অনুযায়ী, এই সিনেমার জন্য সালমান শাহ সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক—দুই লাখ টাকা—গ্রহণ করেছিলেন। তবে ছবির কাজ শেষ করার আগেই তিনি না-ফেরার দেশে চলে যান।
সালমানের মৃত্যুর পর গল্পে সামান্য পরিবর্তন এনে তাঁর স্থলাভিষিক্ত করা হয় অভিনেতা ফেরদৌস আহমেদকে।
সালমান শাহর মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়—এভাবেই শেষ হয় বাংলা সিনেমার এক স্বপ্নযাত্রা
মৃত্যুর সময় সালমান শাহর হাতে ছিল একাধিক ছবির কাজ।
কিছু ছবির ডাবিং চলছিল, কিছু শুটিং শেষের পথে, আবার কিছু একেবারে মাঝপথে আটকে যায়।
মোট পাঁচটি সিনেমার শিডিউলে ব্যস্ত ছিলেন তিনি।
তার মৃত্যুর এক সপ্তাহ পরই, ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর, মুক্তি পায় ছটকু আহমেদেরই পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’।
নির্মাতাদের পরিকল্পনা ছিল, সালমানের জন্মদিনের ছয় দিন আগে সিনেমাটি মুক্তি দেওয়া—যা বাস্তবেও হয়েছিল, তবে নায়ক তখন আর জীবিত ছিলেন না।
ছটকু আহমেদ বলেন,
“সিনেমা মুক্তির দুই মাস আগে থেকেই পোস্টার, ব্যানার ছাপিয়ে জেলায় জেলায় পাঠিয়েছিলাম। প্রমোশনেও যাওয়ার কথা ছিল সালমানের। কিন্তু মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যাই। এমন কিছু হবে ভাবতেই পারিনি।”

