24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা

জনপ্রিয়

জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশের চূড়ান্তকরণ, এতে উল্লিখিত গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উল্লেখ করা হয়, দীর্ঘ আলোচনার পরও কমিশনের কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। পাশাপাশি গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এই প্রেক্ষাপটে সভায় অভিমত দেওয়া হয়—গণভোটের সময়, বিষয়বস্তু ও জুলাই সনদে বর্ণিত ভিন্নমত সংক্রান্ত পদক্ষেপগুলো সম্পর্কে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সরকারের কাছে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, এমন নির্দেশনা পাওয়া গেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
সভায় আরও জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

  জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন...