24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ঢাকা যে আসনে  লড়বেন হিরো আলম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।
রবিবার এক ভিডিও বার্তায় হিরো আলম জানান, বগুড়ার পরিবর্তে এবার রাজধানীর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর আন্দালিব রহমান পার্থ এই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। এছাড়া জামায়াতে ইসলামি, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হিরো আলম জানান, তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।

“নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা প্রতিবাদেরও প্রতীক। আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ উৎসবের মতো ভোট দিক,” — বলেন হিরো আলম।

তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে তার আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি প্রস্তাবগুলো বিবেচনা করছেন।
নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি হিসেবে দাবি করে হিরো আলম বলেন, “আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে। রাষ্ট্রের সেবায় সবচেয়ে বঞ্চিত তারা, অথচ তারাই দেশের আসল শক্তি।”
ঢাকা-১৭ আসনের আওতায় রয়েছে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
এর আগেও হিরো আলম এ আসন থেকে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। নির্বাচনের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনায় দেশি-বিদেশি মহলে সমালোচনা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৪ দেশ যৌথভাবে নিন্দা জানায়
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। দুই দফা বাতিলের পর আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটে অংশ নেন। তবে নির্বাচনের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

  জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন...