27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ফিরছেন আশরাফুল 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি–২০ সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে আশরাফুল বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া এনসিএল টি–২০ লিগে বরিশাল দলের হেড কোচ হিসেবেও অভিজ্ঞতা অর্জন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন ওঠে। সে সময় সংবাদমাধ্যমে তিনি জানান, বোর্ডের সঙ্গে তার আলোচনা চলছে। “বোর্ড থেকে আমাকে যোগাযোগ করা হয়েছে,” বলেন আশরাফুল, “তবে এখনো কিছুই চূড়ান্ত নয়। আমি কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছি।”
বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচের পদটি শূন্য রয়েছে। দলের সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের ভূমিকা পালন করলেও সাম্প্রতিক ব্যর্থতা, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, তার কোচিং নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট মহলে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি মিরপুরে সাংবাদিকদের বলেন, “তিন ফরম্যাটে খেলার ধরন ও ব্যাটিংয়ের চাহিদা আলাদা। সে কারণেই কোচিং স্টাফে কিছু পরিবর্তন ও নতুন সংযোজনের কথা ভাবা হচ্ছে।”
আশরাফুলের যোগদান সেই পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও ব্যাটিং জ্ঞান তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হবে বলে আশা করছে বিসিবি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ঋণের দেনায় কুড়িগ্রামে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ঋণের চাপে মানসিক সংকটে পড়ে মকবুল হোসেন (৭০) নামের এক...