- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে খবর—মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম তার ব্যাংক হিসাবগুলোর নমিনি হিসেবে বোনদের নাম দিয়ে গেছেন, এবং মৃত্যুর পর তার স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মোবাইল ফোনটিও দেওয়া হয়নি। এমনকি অভিনেত্রী শবনম ফারিয়াও একটি পোস্টে এই দাবির উল্লেখ করেন, যা পরে আরও আলোচনার জন্ম দেয়।
তবে আবুল কালামের স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্ত্রীর বক্তব্য
আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বলেন,
“আমি নমিনি বা ব্যাংক হিসাব নিয়ে কারও সঙ্গে কোনো কথা বলিনি। এসব গুজব কোথা থেকে এসেছে, জানি না। আমার জানা মতে, কালামের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কিন্তু কত টাকা আছে বা নমিনি কে, তা আমার জানা নেই।”
তিনি আরও জানান, স্বামীর মৃত্যুর পর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়, এবং সেসময় কালামের মোবাইল, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশ জিম্মায় নেয়। পরে তেজগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে এসব জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়।
“আমি নিজেই তার ফোন হাতে পেয়েছি,” — যোগ করেন পিয়া।
বোনদের বক্তব্য
আবুল কালামের ছোট বোন লাইজু আক্তার বলেন,
“ভাইয়ের বিয়ের আগে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে হয়তো আমাদের নাম নমিনি ছিল, কিন্তু বিয়ের পরেই আমরা তাকে নমিনি পরিবর্তনের পরামর্শ দিই। এখন তার সব ব্যাংক হিসাব ও জমিজমার নমিনি তার স্ত্রী। বোনদের নাম নমিনি হিসেবে রয়ে গেছে—এ তথ্য পুরোপুরি ভুল।”

