27 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

কেন আমরণ অনশনে তারেক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আগারগাঁও, ৪ নভেম্বর — নির্বাচন কমিশন (ইসি) ভবনে মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনার পর তিনটি রাজনৈতিক দলকে পুনরায় নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান। নিবন্ধনপ্রাপ্ত দলগুলো হলো — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি বলেন, আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দাবি–আপত্তি আহ্বান করা হবে; অভিযোগ-মন্তব্য নিষ্পত্তি হলে চূড়ান্ত সনদ দেওয়া হবে।

তবে আমজনতার দল এ তালিকায় নাম পাওয়া যায়নি। এর প্রতিবাদে দলের সদস্য সচিব তারেক রহমান ইসির প্রধান ফটকের সামনে বিকাল ৪টায় আমরণ অনশনে বসেন। তিনি তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, “৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেয়েছে ডেসটিনি; এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি — পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।”

তারেক আরও দাবি করেন, দীর্ঘদিন রাজনীতি করে ওজন না আসা, সাধারণ জনের পক্ষে নয় এমন পদ্ধতিতে দল নিবন্ধনের ঘোষণা করা হয়েছে; যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদের শাস্তি দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আমরণ অনশন “মৃত্যু দিকে ঠেলে দিতে” পারে।

সংক্ষেপে—

  • ইসি ৩ দলকে নিবন্ধন দিয়েছে (নাম: এনসিপি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী))।

  • আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাবি–আপত্তি আহ্বান করা হবে; পরবর্তী ব্যয়ের পরে চূড়ান্ত সনদ দেওয়া হবে।

  • আমজনতার দল নিবন্ধিত না হওয়ায় তাদের সদস্য সচিব তারেক রহমান ইসির সামনে আমরণ অনশনে বসেছেন ও দুর্নীতির অভিযোগ তুলেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

৩৬ বছরের শিক্ষকতার ইতি টানলেন শায়েস্তা খাতুন

প্রধান শিক্ষক শায়েস্তা খাতুনের চাকরিজীবনের শেষ দিন। তাঁকে বিদায় জানাতে এসেছেন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকার সাধারণ...