- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন ঘিরে উৎসবের রেশ এখনো কাটেনি। বিশ্বজুড়ে কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আর সেই শুভেচ্ছার জবাব দিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউডের এই সুপারস্টার।
২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লেখেন—
“আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অসাধারণ। তোমার অভিনয়যাত্রা আরও সমৃদ্ধ হোক।”
মমতার এই বার্তার জবাবে শাহরুখ খান নিজের অফিসিয়াল হ্যান্ডল থেকে লিখেছেন—
“মমতা দিদি, শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব শিগগিরই কলকাতায় যাওয়ার পরিকল্পনা আছে।”
শাহরুখের এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ধারণা করছেন, অভিনেতা হয়তো আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ অংশ নিতে পারেন।
উল্লেখ্য, একসময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি ছিলেন শাহরুখ খান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে সেখানে দেখা যায়নি। এবার তার সম্ভাব্য কলকাতা সফরের ইঙ্গিত পেয়ে অনুরাগীদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ভক্তদের অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন,
“কলকাতা আবারও তার নিজের রাজাকে বরণ করতে প্রস্তুত!”

